গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলনসহ কারাবন্দি সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর পৌর যুবদল।
বুধবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় শ্রীপুর পৌরসভার ১নং সিএন্ডবি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিএন্ডবি বাজার প্রদক্ষিন শেষে বাজারে মহাসড়কের পাশে সমাবেশের আয়োজন করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ন আহবায়ক সেলিম আহমেদ, জিয়াউর রহমান রাসেল, নবী হোসেন, বাচ্চু প্রধান, মকবুল হোসেন খান, সাহাব উদ্দিন আরাফাত, পৌর যুবদলের সদস্য মোহাম্মদ স্বপন, আনোয়ার ফরাজি, মোহাম্মদ আশিক, শাকিল আহমেদ, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন।