শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষের বিনোদনের জন্য ইতালি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মাহবুব আলম এর সহযোগিতায় ও কাচিকাটা ইউনিয়ন পরিষদের সদস্য আহাম্মদ আলী মৃধা সার্বিক ব্যবস্থাপন জয়নাল আবেদিন বেপারী স্মৃতি স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত টি-টুয়ান্টি চ্যাম্পিয়ন শীপ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ কাচিকাটা ইউনিয়নের উত্তর মাথা-ভাঙ্গা আব্দুল ওহাব বেপারী মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন, সখিপুর থানা আওয়ামী লীগে নেতা ফজলুল হক কাউছার মোল্লা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আব্দুল ওহাব বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিক মাহামুদ ককন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন,হাজী হোসেন খান,আবু তালেব মৃধা, আলম মোল্লা, ছেলেম বেপারী,নাজমুল বেপারী প্রমৃক। উল্লেখ কাচিকাটা ইউনিয়ন সাবেক আওয়ামী লীগ নেতা ইতালি প্রবাসী মোঃ রিপন বেপারীর পিতা মরহুম জয়নাল আবেদিন বেপারি স্মরণে মাদক মুক্ত সমাজ গড়া লক্ষে ও চরাঞ্চলের মানুষের বিনোদনের জন্য ক্লাবটি প্রতিষ্ঠিত করা হয়। চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইউনিয়নের ১০ টি ক্লাব অংশ গ্রহণ করে।
ফাইনাল খেলা কুয়াশার কারনে ২০ ওভারে পরিবতে ১৫ ওভার খেলা শুরু হয়। খেলায় চরজিংকিং অগ্রগামী একতা সংঘ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে জবাবে কাচিকাটা ইয়ং ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৯ উইকেট ১২২ রান সংগ্রহ করে। এসময় টুর্নামেন্ট অংশ গ্রহণ কারি সকল ক্লাপের হাতে অল ভয়েস টিভি এর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটারি তুলে দেন সাংবাদিক মাহবুবুর রহমান ও সজল মোল্লা। পরে বিজয়ী ও বিজিত এবং ১০ টি ক্লাব এর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।