নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর এর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে ফারেগীনদের সম্মান সূচক প্রদান করা হয়েছে।
বুধবার(৪জানুয়ারি) বাদএশা ফারেগ হওয়া আলেমদের প্রায় ১ হাজার জনকে এ পাগড়ি প্রদান করা হয়।
জামেয়ার মুহতামিম আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী,নদওয়াতুল উলামা লাখনৌর শাইখুল হাদিস আল্লামা ড. খালেদ গাজী নদভী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মাহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ বাবুনগরী, মাহাদ্দিস মাওলানা শফিউল আলম আজিমপুরী, মুফতি মাহমুদুল হাসান ভুজপুরি ও মাওলানা ইউসুফের বরকতময় হাতের ছোঁয়ায় মাথায় পাগড়ি পরিয়ে দেন।
প্রথম পাগড়ি প্রদান করা হয় জামেয়ার ফারেগ ও প্রধান মুফতি আল্লামা মাহমুদ হাসান ভুজপুরী।
অবশিষ্ট ফারেগিনদের কে বৃহস্পতিবার (৫জানুয়ারি) বাদে যোহর ও জুমাবার বাদে ফজর জামিয়ার আসাতেজায়ে কেরামগণদের প্রদান করা হবে।