নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার আন্তর্জাতিক শতবার্ষিকী ও দস্তারবন্দি সম্মেলন আবুল খায়ের ফাউন্ডেশন বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প করেছেন।
বুধবার ( ৪জানুয়ারী) সকাল ১০ টায় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য ২ টি টিম সার্বক্ষণিক কাজ করছেন।
নাজিরহাট আল-আমিন হোমিও ক্লিনিকের পরিচাল ডা. মোঃ হাসান এর নেতৃত্বে ডা.জাহেদ মুর্শেদ,ডা.ইলিয়াস, ডা. হাসান মাওলানা রোগীদের হোমিও চিকিৎসা প্রদান করছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা.মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে ৪একজন ডাক্তার এ্যলো প্রথিক চিকিৎসা সেবা প্রদান করছেন।
ডা. মোঃ হাসান এ প্রতিনিধিকে জানান, এ পর্যন্ত পাঁচশতাধিক মুসল্লিদেরকে চিকিৎসা সেবা প্রদান করছেন।