শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কপিলমুনিতে জাতীয় দক্ষতা মান বেসিক ট্রেড কোর্সের দুটি বিষয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কপিলমুনি কনসেপ্ট কম্পিউটার প্রশিক্ষণ একাডেমি কেন্দ্র কপিলমুনি কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৫ টি প্রতিষ্ঠানের মোট ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫২ জন অংশগ্রহন করেন এবং ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষায় কপিলমুনি কেন্দ্র সচিব এইচ,এম শামিম আহম্মেদ জানান, পাইকগাছা উপজেলার মোট ৫টি প্রতিষ্ঠানের ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন অনুপস্থিত ও ডাটাবেস প্রোগ্রামিংয়ে ১৫৩ জনের মধ্যে ৩ জনসহ মোট ১১ জন অনুপস্থিত। এরমধ্যে কপিলমুনি কনসেপ্ট কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির ১১৯ জন, পাইকগাছার সুমন কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২৪ জন, সুন্দরন কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টি: ৮২ জন, কপিলমুনি ক্রিয়েটিভ কম্পিউটার ইনস্টি: ৮৮ জন ও পাইকগাছা কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টি: এর ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।
পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেনিট্যারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল ও কেন্দ্র সচিব ছিলেন, কনসেপ্ট কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির অধ্যক্ষ এইচ,এম, শামীম আহম্মেদ। এছাড়া কপিলমুনি কলেজের ১৮ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
কপিলমুনি কলেজের অধ্যক্ষ মো: হাবিবুল্ল্যাহ বাহার ও ইউএনও প্রতিনিধি উদয় কুমার মন্ডল জানান, কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রশ্ন পেতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর ১০ টা ৫০ মিনিটে পরীক্ষা শুরু ও ১১ টা ৫০ মিনিটে শেষ হয়। এছাড়া কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।