কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলার প্রতিনিধি: বিএনপি-র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় বাগেরহাট জেলা বিএনপি অফিস থানার মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সদস্যসচিব মোজাফফর রহমান আলম, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, মনিরুল হক ফরাজী, সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার অহিদুল ইসলাম পল্টু, ডাক্তার আব্দুর রহমান, হাজরা আসাদুল ইসলাম পান্না, অ্যাডভোকেট শেখ মিজানুর রহমান, এস্কেন্দার হোসেন, সাহিদা খানম, আসাফউদ্দৌলা জুয়েল, জাহিদুল ইসলাম শান্ত, ইমরান খান সবুজ, মোঃ কামরুজ্জামান, দুলাল ফরাজি, খান মতিয়ার রহমান, মাহাবুবুর রহমান মানিক, ইমরান হোসেন, আহসান হাবিব ঠান্ডা, হালিম পাটোয়ারী, নার্গিস আক্তার লুনা, কাজী জাহিদুল ইসলাম, মোহাম্মদ জাহিদ মিয়া, হারুন শেখ, জিল্লুর রহমান, শেখ ফিরোজ হোসেনসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
কেন্দ্র ঘোষিত বিএনপি’র আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আলোচনা সভায় নেতাকর্মীদের কাছ থেকে মতামত নেওয়া হয়। তাদের প্রশ্নের উত্তর বা ব্যাখ্যা প্রদান করেন আলোচনা সভার প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বাগেরহাট জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।