মিরাজ খান, মানিকগঞ্জ প্রতিনিধি
আজ শিবালয়ের নালী উচ্চ বিদ্যালয়ে প্রাণের ব্যাচ ৯৩ এর বন্ধুদের উদ্যোগে দেশব্যাপী বন্ধু সংযোগ প্রগ্রামে উপস্থিত প্রাণের ব্যাচ ৯৩ এর এ্যাডমিন প্যানেল,কেন্দ্রীয় দায়িত্বশীল বন্ধুরা সহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বন্ধুরাও উপস্থিত ছিলেন। ভালো থাকুক সকল বন্ধুরা।শুধু বিনোদন নয়-যে কোন প্রয়োজনে আমরা পাশে আছি একে অপরের।বিশেষ ভাবে ধন্যবাদ নালী এলাকার বন্ধুদের।
নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন জেলার এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুদের নিয়ে মানিকগঞ্জে পালিত হলো বন্ধুমেলা। ‘প্রাণের ৯৩ মানিকগঞ্জ’ গ্রুপের বন্ধু সংযোগ উপলক্ষে দিনব্যাপী মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী বড়রিয়া কৃঞ্চ চন্দ্র উচ্চ বিদ্যালয় হল রুমে এ বন্ধুমেলার আয়োজন করা হয়।
প্রানের ব্যাচ ৯৩ মানিকগঞ্জ গ্রুপের এডমিন এস আর মাহমুদ চৌধুরী শিপলু, এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- সারা দেশের প্রানের ব্যাচ ৯৩ এডমিন সেলিনা পান্না, এডমিন সাজ্জাদ তালুকদার, সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল, মডারেটর অমিত ঘোষ, যুগ্ম আহবায়ক নেওয়াজ হোসেন, উপ পরিচালক দুদক মোঃ জাকির হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী
নবনবব মোঃ মাহবুব খান, এ্যাড, মোঃ আনিসুর রহমান ইউনুস, সাংবাদিক মোঃ সাহানুর রহমান, আরিফ শিকদার, আব্দুর রাজ্জাক, মোতালেব, সাংবাদিক আল মামুনসহ অসংখ্য বন্ধু বান্ধবী উপস্থিত ছিলেন।
উপস্থিত বন্ধুদের কণ্ঠে ছিল এক আওয়াজ- ‘বন্ধুত্বের জয় হোক।’ এসময় এসএসসি-১৯৯৩ বন্ধুরা আজীবন এই বন্ধুত্ব টিকিয়ে রেখে একসঙ্গে পথচলার অঙ্গিকার ব্যক্ত করে।