নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার চিহ্নিত মাদক কারবারি ইয়াবা সুন্দরী সাজুর তৃতীয় স্বামী রোহিঙ্গা রফিককে অবশেষে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
৬ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের মনখালী ভবনের ৫০১ নাম্বার ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়- স্থানীয় এক নারীর করা চ্যাঞ্চল্যকর একটি নারী ও শিশু নির্যাতন মামলায় সে ওয়ারেন্ট ভুক্ত আসামী। উক্ত মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ ।
রোহিঙ্গা রফিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল জানান- রফিকের ওয়ারেন্টভুক্ত নারী নির্যাতন মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থার জন্য আসামীকে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবার জানান- বহু অপকর্মের হোতা রোহিঙ্গা রফিক দীর্ঘদিন যাবত কক্সবাজার শহরে পরিচয় লুকিয়ে বসবাস করে আসছে। চিহ্নিত মাদক কারবারি স্থানীয় নারী সাজু রোহিঙ্গা রফিককে বিয়ে করে আশ্রয় দেয়। এখান থেকেই মূলত রফিক অপকর্মে বেপরোয়া হয়ে উঠে।
খোঁজ নিয়ে জানা যায় রোহিঙ্গা রফিকের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক পাচার, নারী নির্যাতন, যৌনকর্মী সরবরাহ, ভাঙচুর সহ আরও ৮টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে রফিক প্রতারণামূলক মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশী এনআইডিও হাতিয়ে নিয়েছে। এনিয়ে রোহিঙ্গা ভোটার ও পাসপোর্ট প্রতিরোধ কমিটি নামে একটি সামাজিক সংগঠন তার এনআইডি বাতিলের আবেদন করলে জেলা নির্বাচন অফিস তার আইডি স্থগিত করে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।