ফরিদপুর প্রতিনিধি >
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে অবস্থিত শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা সাহিত্যের অতুলনীয় একজন মেধাবী শিক্ষক) ঘারুয়া ইউনিয়নের খামিনার বাগ গ্রামের মো. রুহুল আমিন (৫৫) স্যার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, সহকর্মী, শিক্ষার্থী, অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, রুহুল আমিন স্যার গতকাল স্ট্রোক করলে ঢাকার মুগদা হাসপাতালে তাকে আইসিওতে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় আজ রবিবার (৮ জানুয়ারী) আনুমানিক বিকেল ৪টায় মৃত্যুবরণ করেন। আগামীকাল সকাল ১০টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্রে আরও জানা যায়, গুনী এবং একজন সাদা মনের শিক্ষকের হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।
এদিকে রুহুল আমিন স্যারের মৃত্যুতে গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক এবং বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন এক বার্তায় গভীর শোক, দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।