আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার বার্ষিক অভিবাবক সম্মেলন, সবক, ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল নয়টায় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আরিফের সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতাতিম মাওলানা মোহাম্মদ ইউচুফ খাঁনের সঞ্চালনায় মাদ্রাসার প্রাঙ্গনে উক্ত অভিবাবক সম্মেলন, দোয়া, ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সবক অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা ও ওলামা ঐক্য পরিষদের খাগড়াছড়ি শাখার সভাপতি ও গুইমারা মসজিদের পেশ ইমাম ও খতিব হাজি মো. ওসমান গণি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা হাজিপাড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা লোকমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা তারেক আজিজ, আবদুর রহমান, সিরাজুল ইসলাম, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাদ্রাসার শিক্ষা পরিচালনা, মাদ্রাসার মানসম্মত যুগোপযোগী শিক্ষার ব্যাবস্থাপনা বিষয়ক আলোচনা করেন। পরিশেষে মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রিদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।