বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে থানায় অভিযোগ দিতে আসার পথে এক মহিলা (৩৫) কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বাড়িয়া (গাঙপাড়) গ্রামে। রবিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আহত মহিলার ভাই মোহাম্মদ নুহ শেখ। আহত ফরিদা বেগম ওই এলাকার (শেখপাড়া) ওহিদুল ইসলামের স্ত্রী। সে বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে যখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকেরা।
আহতের ভাই মোহাম্মদ নুহ শেখ জানান, ঘটনার দিন একই এলাকার মৃত ইঙ্গুল শেখের পুত্র পলাশ সেখ, বাসার শেখ, আজগার শেখ ও মিরাজ শেখ ভোর সাড়ে চার ঘটিকার সময় আমার বোনের ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজ এবং দলিলাদি চুরি করে নিয়ে যাওয়ার সময় আমার বোন ফরিদা বেগম তাদেরকে চিনতে পারে। এ বিষয়ে সে চিতলমারী থানায় অভিযোগ দিতে রওনা হলে সকাল সাড়ে নয়টার সময় তারই বাড়ির পাশের পুকুরপাড়ে উপরোক্ত ব্যক্তিদের সাথে কালাম শেখ, সাইফুল শেখ, হাসান শেখ সহ আরো ৩-৪ জন তার গতিরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে মৃত প্রায় রেখে চলে যায়। খবর পেয়ে আমার বোনকে উদ্ধার করে চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
জানতে চাইলে মিরাজ শেখ বলেন, আমি বাড়িতে ছিলাম না, রাতে বাড়িতে আসছি। তারাই আমাদের জমি থেকে ধানের চারা উপড়ে ফেলেছে। তবে মারামারির ঘটনা শুনেছি, এ ঘটনার সাথে আমরা কেউ জড়িত না।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন ঘটনার বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।