মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সংসদীয় আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে আজ বুধবার ১১ই জানুয়ারি২০২৩ এর দুপুরে খুলনাস্থ দলীয় কার্যালয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল,
সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন,
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি,
রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান,
মোঃ অহিদুজ্জামান, দিঘলিয়া উপজেলার প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, রূপসা উপজেলা যুবলীগের সদস্য সরদার জসিম উদ্দিন, ইমন গাজী,সামসুল আলম বাবু, ইউসুফ,
স্বেচ্ছাসেবক লীগের খুলনা জেলা সাবেক সদস্য মো: মইন উদ্দিন, শিমুল হোসেন, ছাত্রলীগ নেতা এস এম রিয়াজ আহমেদ, সাব্বির শেখ, নাইম, পিয়াল সহ আরো অনেকেই।
প্রধান অতিথি এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন।