মিরোজ খান , মানিকগঞ্জ
মানিকগঞ্জে ৩ লাখ ৮৫ হাজার ৫০০ শত টাকার হেরোইনসহ ৬
৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ।গত কাল মানিকগঞ্জের তিন টি পৃথক পৃথক অভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন মধ্য সিংগাইর (পুকুর পাড়া), সদর উপজেলার তেরদোনা গ্রাম ও একই উপজেলার জয়রা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা
মানিকগঞ্জের অভিযানিক দলগত কাল রাতে জেলার সিংগাইর ও সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর (পুকুর পাড়া), এলাকা হতে মোঃ সাগর (৩৫)কে ৭ (সাত) গ্রাম হেরোইনসহ আটক করেন।
একই তারিখে অপর একটি অভিযানিক দল মানিকগঞ্জ সদর থানাধীন তেরদোনা এলাকায় অভিযান পরিচালনা করে শেফালী বেগম (৩২) নামের এক মহিলাকে ৫৫ পিছ ইয়াবা সহ আটক করেন।
অপর আরেকটি অভিযানিক দল মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা এলাকা হতে মোঃ আব্দুল জলিল(৪৭) কে ৩০(ত্রিশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।