শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
চুরি ডাকাতি, মাদকদ্রব্য, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও এন্ড্রয়েড সেটের ভালোমন্দ ব্যাবহারসহ অপরাধ মুলক কর্মকাণ্ড রোধে কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে ২নং কপিলমুনি বিট পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে’র সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওঃ মুফতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর ইমদাদুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কপিলমুনি ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ আমিনুর রহমান সিরাজী, প্রভাষক মাওঃ জামিরুল ইসলাম। মাওঃ আবুল হোসেন প্রমুখ। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ইয়াছিন হাজরা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।