কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় বিশিষ্ট সাংবাদিক এম এ মোতালেব’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। তিনি দৈনিক কালের কণ্ঠ’র মোংলা প্রতিনিধি এবং মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। মংলা প্রেসক্লাব এর আয়োজনে শুক্রবার (১৩ জানুয়ারী) বাদ আছর মংলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু।
প্রধান অতিথির বক্তব্যে মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, সাংবাদিক এম এ মোতালেব’র অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব নয়। সাংবাদিক এম এ মোতালেব মাঠ পর্যায়ের একজন সাংবাদিক হয়েও বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন। তিনি সাহসিকতার সাথে নানান বিষয়ে পদক্ষেপ নিয়ে সফল হয়েছেন। আমি প্রেসক্লাবের সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক এম এ মোতালেব’র রুহের মাগফিরাত কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী ও প্রয়াত সাংবাদিক এম এ মোতালেব’র একমাত্র পুত্র আল-আমিন সহ মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।