শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
মৃত প্রায় খুলনার পাইকগাছা শিবসা নদী। দীর্ঘদিন পলি জমে নদীর চরম নাব্য সংকট দেখা দিয়েছে। ভাটার সময় নদী হয়ে যায় মাঠ, তখন মাঠে গরু ঘাস খাওয়ার দৃশ্যও চোখে পড়ে। যে নদীতে একসময় বড় বড় নৌকা,লঞ্চ,স্টিমার,কারগো, ট্রলারসহ নানান ধরনের নৌযান চলাচল করত আর এখন নদী ভরাট হয়ে সমতল ভুমিতে পরিনত হয়েছে।জোয়ারের সময় ছোট ছোট নৌযান চলতে পারলেও ভাটার সময় শিববাটী থেকে সোলাদানা অভিমুখে কয়েক কিলোমিটার সম্পূর্ণ শুকিয়ে যায়।খরা স্রোতের ৩৫/৪০ হাত গভীরতার নদীতে আজ মানুষ হেটে পার হতে পারে।
এই নদীটি পৌরসভার সদরের পাশ দিয়ে বয়ে যাওয়ায় বৃষ্টি মৌসুমে ও ভরাগোনে জোয়ারের পানি সদরে প্রবেশ করলে এই পানি নামতে অনেক দেরি হয় তখন সদরের মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়। রাস্তা,ঘাট, দোকানপাট’সহ সদরের বিভিন্ন স্থানে হাটু পানিতে পরিণত হয়। অতি দ্রুত নদী খননের মধ্যে দিয়ে এই ভোগান্তির অবসান চাই স্থানীয় সাধারণ মানুষ সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণের অনুরোধও করেছেন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী পরিচালক রাজু হাওলাদার জানান,নদী খনন না হওয়া পযর্ন্ত এ সমস্যা সমাধান করা কোন ভাবেই সম্ভব না।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সাথে এবিষয়ে কথা বললে তিনি বলেন নদী খনন খুবই জরুরী ও পৌরসভার বাজার ঘাট’সহ নানাবিধ ক্ষতির কথা উল্লেখ করে স্থানীয় এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’সহ সরকারের কাছে দ্রুত নদী খননের জোর দাবী জানান।
স্থানীয় এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেন আমি সংসদ সদস্য হওয়ার পর শিবসা, হাড়িয়া,শিববাটি, কাটাখালী ও কয়রা কপোতাক্ষের একটা অংশ খননের জন্য ১ হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছি। আগামী শুষ্ক মৌসুমে খনন কাজ শুরু হবে আশা করছি।