মোঃ শাকিল হাসান: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের নারায়ন সাহার ছেলে সঞ্জয় সাহা জুয়া খেলার গডফাদার বলে লোকমুখে শোনা যাচ্ছে। জানা গেছে, সঞ্জয় দীর্ঘদিন ধরেই জুয়া খেলার সাথে জড়িত। সে এই অবৈধ জুয়া খেলে বিপুল পরিমাণ সম্পদের মালিকও হয়েছে। পাশাপাশি সঞ্জয় অনলাইন ও অফলাইন দুই দিকেই দক্ষ জুয়ারি। অনলাইনে ডলার দিয়ে খেলতে হয় বিধায় এই খেলার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাহিরে চলে যাচ্ছে যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক।
তাছাড়া সঞ্জয়ের এই জুয়া খেলার সাথে জড়িত হয়ে পড়ার কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে এবং সমাজে বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। তাছাড়া যুব সমাজ লেখাপড়ার প্রতিও মনযোগ হারিয়ে ফেলছে। এলাকাবাসী বলেন, সঞ্জয় সাহা কমিশন ভিত্তিক জুয়া খেলা চালু করেছে। এই এলাকার জুয়ারিরা সঞ্জয় সাহার কাছে জুয়ার টাকা জমা দেয় এবং যে জুয়ারি খেলায় বিজয়ী হয় সঞ্জয় তার কাছ থেকে কমিশনের টাকা বুঝে নেয়।
সরেজমিনে গিয়ে আরো জানা যায়, অত্র এলাকার জুয়ারিদের মূল আখড়া হলো সঞ্জয়ের সাতবর্গ বাজারের দোকান। সে অনলাইনে নেটেলার বেট ৩৬৫ জুয়া খেলে ডলারে। অনেকেই তাকে আইপিএল সঞ্জয় বলেও জানে। বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে, মাধবপুরের আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংকে তার কয়েক কোটি টাকা আছে। সে এই টাকাই জুয়ারিদের পিছনে কমিশনের ভিত্তিতে খাটায়। সচেতন এলাকাবাসি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।