মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে পূর্বের কমিটি বাতিল করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মহসিনকে সভাপতি ও নাফিজ মোঃ রুবাইয়াত’কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত সোমবার (১৬ জানুয়ারি) সংগঠনের উত্তর জেলার সভাপতি মোঃ জাবেদ জাহাঙ্গীর টুটুল ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত চট্টগ্রাম উত্তর জেলা শিশু কিশোর মেলা’র প্যাডে এই কমিটির অনুমোদন দেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধুর আদর্শের ধারা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষা বিষয়ক কার্যক্রমের মাধমে তুলে ধরবে মিরসরাই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নতুন কমিটি। সেই প্রত্যয় নিয়েই মূলত সংগঠনটির যাত্রা। এজন্য সংগঠন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আমরা কামনা করছি।