নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা হাচিনসনপুরে আল-হেরা ইসলামিক একাডেমীর শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (১৮জানুয়ারি) বুধবার সকালে ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল আফসার মুনাফের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এম এম জামালুল হাসান জামিল।
প্রতিষ্ঠানের পরিচালক মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দিঘীনালা বাস টার্মিনাল মসজিদের খতীব মাওলানা রুহুল আমিন, মেরুং বাজার মসজিদের খতীব মাওলানা হামিদুল্লাহ নোমান, পূর্ব হাচিনসনপুর জামে মসজিদের খতীব মাওলানা কাউছার আজিজ, ইউপি সদস্য মোঃ ইউনুস সরকার, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান, চুংড়াছড়ি মাদ্রাসার পরিচালক মোঃ নাজমুল হক, হাচিনসনপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তাগণ হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। তাই, আমাদেরকে আল্লাহ অনুগ্রহ পাওয়ার লক্ষ্যে সন্তানদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা দিতে হবে।অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।