শরীয়তপুর থেকে আক্তার হোসেন
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়ার (১৮ জানুয়ারি ২০২৩) পবিত্র ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে মহা সুন্নী সম্মেলন ও বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে মেহমানে আলা নবী (সঃ) বংশের ৩১ তম আওলাদ, ইমামে আহলে সুন্নত আলহাজ্ব (শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ) আল্- হাসানি ওয়াল – হোসাইনী আল- মাইজভান্ডারী ( মা. জি. আ.) সাজ্জাদানশীল,দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী,কেন্দ্রীয় সভাপতি আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া ও চেয়ারম্যান – আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি (সূফীজ)।
প্রধান অতিথিরঃ নবী (সঃ) বংশের ৩১ তম আওলাদ, ইমামে আহলে সুন্নত আলহাজ্ব শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ, বলেন,জঙ্গি, উগ্রবাদী, মাদক, জুয়া, বেহাইয়া পানা, যৌতুক সহ, নানান অপরাধ থেকে যুব সমাজকে নিরাপদে রাখতে, এবং দেশ ও দেশের জনগণের কল্যানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উদ্ধোধকঃ জননেতা আলহাজ্ব নাহিম রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর -৩। প্রধান বক্তাঃ মফতিয়ে আহলে সুন্নাহ্ আল্লামা বাকী বিল্লাহ আল আযহারী,আল- মাইজভান্ডার, পীরজাদা ঘিলাতলা দরবার শরীফ, কুমিল্লা। বিশেষ বক্তাঃ খলিফায়ে গাউসুল আজম আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূইয়া, চাঁদপুরী,আল- মাইজভান্ডারী,চাঁদপুর।
মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ, আল- মাইজভান্ডারী। মুফতি হজরত মাওলানা মাকসুদর রহমান, খতিব গাউসুল আজম জামে মসজিদ, মিরপুর – ১ ঢাকা।
সভাপতিত্ব করেনঃ আবুল বাশার চোকদার,মেয়র, ভেদরগঞ্জ পৌরসভা।
পরিচালনা করেনঃ মাইজভান্ডার আশেকানের পক্ষে – শাহাদাৎ হোসেন রাড়ী,কাউন্সিলর,৪ নং ওয়ার্ড, ভেদরগঞ্জ পৌরসভা। ব্যবস্থাপনায়ঃ ভেদরগঞ্জ কেন্দ্রীয় আনজুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারী খানকা শরীফ ও মইনীয়া যুব ফোরাম।
(শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ) আল – হাসানি ওয়াল – হোসাইনী আল- মাইজভান্ডারী ( মা. জি. আ.) আগমন উপলক্ষে, ভেদরগঞ্জ উপজেলা মইনীয়া যুব ফোরামের পহ্ম থেকে ফুলেল শুভেচ্ছা জানান, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় নেতা, জনাব হোসাইন চৌধুরী। শরীয়তপুর জেলা নেতা, জানাব আনোয়ার হোসেন আনু মোল্লা। মোঃ আশ্রাফুল ইসলাম।
মোঃ আক্তার হোসেন মোল্লা। ভেদরগঞ্জ উপজেলা মইনীয়া যুব ফোরামের সভাপতি জনাব জাকির হোসেন চোকদার। সাধারণ সম্পাদক জনাব তাইজুল ইসলাম চৌকিদার । প্রমুখ।
মহা সুন্নী সম্মেলন ও দোয়া মাহফিল শেষে মোনাজাতের পরে তোবারক বিতরণ করা হয়।