কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এই জন্মবার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় বাগেরহাট জেলা বিএনপি অফিসে (থানার মোড়) জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, সরদার ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা এসকেন্দার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, মহিলা নেত্রী শিরিনা আক্তার, তসলিমা আক্তার, হিনুয়ারা, ফাতেমা পান্না, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, যুব নেতা জাহাঙ্গীর হোসেন, ডাকুয়া অলিউর রহমান, মনিরুজ্জামান সোহাগ, আবুল হাসান, ইকবাল হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম, তারেক আনাম, সৈয়দ কামরুল ইসলাম সুমন, হুমায়ূন শেখ, মিরাজ হোসেন, শাহানেওয়াজ সানি, নিহত তানু ভূঁইয়ার স্ত্রী কানিজ ফাতেমা আখি প্রমূখ।
এছাড়াও জেলা যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি ও শীতবস্ত্র বিতরণ করা হয়।