ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন সানন্দবাড়ী পশ্চিম পাটাধোয়া পাড়ার ব্রহ্মপুত্র নদের বামতীরে যাত্রাপালার প্যান্ডেল ভেঙ্গে গুড়িয়ে আগুনে পুড়িয়ে দেয় এলাকাবাসী।
গত বুধবার (১৮ জানুয়ারি) সানন্দবাড়ী হাট বাজারে আগত জনতা ও মুসল্লীগণ যাত্রা প্যান্ডেল ভেঙে আগুনে পুড়িয়ে দেয়। চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া ও মোল্লারচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান এর নেতৃত্বে অভিযানে অংশ গ্রহণ করেন সানন্দবাড়ী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা খলিলুর রহমান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (অবঃ) সহ শত সহস্র গণমানুষ ও মুসল্লী।
জানা যায়, একটি কুচক্রী মহল অশ্লীল যাত্রা, জুয়া ও মাদক ব্যবসা, সেবন এবং দেহ ব্যবসার উদ্দেশ্যে যাত্রা পালার আয়োজন করে।
ফলে এলাকায় মাদক, জুয়া, অশ্লীলতার প্রবনতা বেড়ে যায়, নারী দেহ ও মাদকের প্রতি ঝুকে
পড়ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রসহ উঠতি বয়সের ছেলেরা। পড়াশোনার বারোটা বেজে যায় শিক্ষার্থীদের। ফলে এসব বন্ধে এলাকাবাসী একতা বদ্ধ হয়ে যাত্রার প্যান্ডেল ভেঙ্গে আগুনে পুড়িয়ে দেয় তবে স্থানীয় পুলিশ প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি। ফলাফল – যে লাউ সেই কদু। ভেঙে পুড়িয়ে দেওয়ার দিবাগত রাত থেকেই
আবার চলে এই অসামাজিক কার্যকলাপপুর্ণ যাত্রা নামের দেহ ব্যবসা ও মাদক, জুয়ার স্বর্গরাজ্য।
জনমানুষের মনে প্রশ্ন যাত্রার প্যান্ডেল ভেঙ্গে গুড়িয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার পর যাত্রা নামক দেহ ব্যবসা, মাদক, জুয়া চলে তাদের খুঁটির জোর কোথায়?