নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার চলমান সেশনের সর্বশেষ মাসিক মিটিং এবং আগামী ৫। ফেব্রুয়ারী২০২৩ ইং রবিবার জেলা সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ টায় আরামবাগস্হ নিজস্ব কার্যালয়ে ইসলামী আন্দোলন এর জেলা ও উপজেলা সকল সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এ যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী।
সভায় বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার ছদর মাওলানা সানাউল্লাহ, সেক্রেটারি হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বশির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইকবাল মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন ও বিভিন্ন উপজেলা থেকে আগত সেক্রেটারি ও সভাপতিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আগামী ৫ এ ফেব্রুয়ারি জেলা সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সকলকে জেলা সম্মেলন বাস্তবায়ন লক্ষ্যে নিজ নিজ এলাকায় গুরুত্ব সহকারে কাজ করার জন্য আহ্বান জানান ।