৷ ৷ কবিতা ৷ ।
নিষ্ঠুর শীত তুমি,,
নিষ্ঠুর শীত তুমি, কেন আসো আমাদের জন্য
তুমি এসেই কুয়াশার আঘাতে শরীরকে করো ত্ররন বিত্রন।
শীত তুমি কেন আসো, আমাদের জন্য।
মোদের নেই কোন বাড়ি নেই কোন সম্বল,
অদৃশ্য শীতে তবু পারিনা কিনতে একটি কম্বল।
শীত তুমি কেন আসো, আমাদের জন্য।
যেদিকে চাহি সবার গরম কাপড় গায়ে,
মোদের দিন যায় শুধু তাদের দিকে ছায়ে।
শীত তুমি কেন আসো, আমাদের জন্য।
মোরা রাস্তার ছেলে, মোদের করো দুর দুর,
শীত তুমি আসলে আবার, চলে যাব অচিনপুর।
শীত তুমি কেন আসো, আমাদের জন্য।
মোদের নাই বাড়ি ঘর, নাই কোন কিছু।
শীত তুমি আসো কেন, পথ মানবের পিছু।
শীত তুমি কেন আসো, আমাদের জন্য।
-লেখক স্বপ্নীল কর।