গাজীপুর, প্রতিনিধিঃ
গাজীপুর শ্রীপুরে জামিয়া ইসলামিয়া আল-হেরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, শ্রীপুর উপজেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, মানব কল্যাণ ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় একাধিক প্রশংসা পত্র সহ সম্মাননা স্মারক ও পুরস্কার প্রাপ্ত সমাজ সেবক, জননেতা, মোহাম্মদ আলী বি.কম।
বৃহস্পতিবার সকালে (১৯জানুয়ারি) পৌরসভার জামিয়া ইসলামিয়া আল-হেরা মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের প্রত্যেক কে শীতবস্ত্র হিসাবে একটি কম্বল একজোড়া মুজা বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার সদস্য মোঃ খোরশেদ আলম, তুহিন আহমেদ, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা নাসির উদ্দিন গাজীপুরী, সহকারী শিক্ষক মাওলানা দ্বীন মাহমুদ, মাওলানা নুরুল হক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ, মুফতি নুরুন্নবী, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।