মিরসরাই প্রতিনিধি।।
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী করেরহাট বাজারে পোস্ট অফিস রোডে ভূঁইয়া মার্কেটে হক ডিপার্টমেন্টাল স্টোরের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বাদ আসর মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন করেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোবারক হোসেন।
এইসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মিয়াজী, সমাজসেবক কামরুল হাসান মুরাদ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন রাজু, আমিনুল ইসলাম সজীব, ইকবাল ভূঁইয়া সহ বাজারে ব্যবসায়ী ও অন্যান্য নেতৃবৃন্দ।
হক ডিপার্টমেন্টাল স্টোরের সত্ত্বাধিকারী আলমগীর হোসেন রানা মিয়াজী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এখানে উন্নত মানের মিষ্টি, রসমালাই, দধি, আইসক্রিম, কনফেকশনারি, প্যাকেটজাত মুদি মাল, স্টেশনারি ও কসমেটিক্স সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে।