মোঃ আল-আমিন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলা পৌর এলাকা চাপিলা পাড়া নামক স্থানে অজ্ঞাত ব্যক্তির রাস্তায় পড়ে থাকতে দেখতে পেয়ে স্থায়ী ও পথচারীরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন,
প্রশাসনিক সহযোগিতায় লোকটির পরিবারের কাছে লাশটি হস্তান্তর করেন। মৃত রইছ উদ্দিন(৮০) গ্রামের বাড়ি করোইকান্দি নান্দাইল ময়মনসিংহ। মৃত আক্কেপআলীর ছেলে।
সে দীর্ঘ ২০ বছর যাবত শ্রীপুর পৌর এলাকায় ভিক্ষা করতেন বলে জানিয়েছেন তার স্বজন ও শ্রীপুর পৌ: এলাকার স্থায়ীরা, এ সময় মৃত ব্যক্তির ভগ্নিপতিরা বলেন, তার পরিবারের কেউ বেঁচে নেই।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার এ.স আই মোঃ মাহমুদুল হাসান জানান, শুক্রবার (২০শে জানুয়ারি) সন্ধ্যা ৬.০০ টার সময় মৃত ব্যক্তির লাশ শ্রীপুর উপজেলা কমপ্লেক্স থেকে উদ্ধার করে বিভিন্ন জায়গায় মিনি পিআপ যোগে দেখানোর ব্যবস্থা করি, তারপর লাশটি থানায় নিয়ে আসি, এবং মৃত ব্যক্তির পার্শ্ববর্তী এলাকার চাচা সম্পর্ক লাশটি নিতে আসে আমরা যাচাই-বাছাই করে লাশটি তাদের কাছে হস্তান্তর করেছি,,