শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
খুলনা পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা যায় পৌরসভার ৫ নং ওয়ার্ড ফসিয়ার মহিলা কলেজের পিছনে ১ নং আবাসনের পাশে আনারুল মোড়লের বাড়িতে আনুমানিক দুপুর ১২ টার সময় এলাকাবাসী ধারনা করছে বিদ্যুৎ সংযোগে সর্ট সার্কিট হয়ে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। বাড়ির মালিক আনারুল মোড়ল একজন ভ্যান চালক, বাড়িতে না থাকায় ও মা কাজের জন্য বাইরে যাওয়ায় বাড়িতে লোক শুন্য ছিল। কি ভাবে আগুন লেগেছে সঠিকভাবে বাড়ির লোক জন বলতে পারছে না তবে ধারনা করছে বিদ্যুৎ সংযোগে সর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। বাড়িটি ফাঁকা হওয়ায় লোকজন আসতে আসতে বাড়িটি পুড়ে ছাঁই হয়ে যায়।
এদিকে সরেজমিনে দেখা গেছে গরীব ভ্যাচালক আনারুলের বাড়িটি এবং ঘরের ভিতরে থাকা মালামাল ও আসবাবপত্র যার ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা। এলাকাবাসি অসহায় ভ্যানচালক আনারুলের সাহায্যের হাত বাড়ানোর জন্য এলাকার হৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ করেছেন।