কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
তিনটি বিদেশী জাহাজ তিন মেগা প্রকল্পের বিভিন্ন মালামাল নিয়ে মোংলা বন্দরে খালাসের অপেক্ষায় অবস্থান করছে। মোংলা হারবার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের নির্মাণাধীন প্রায় সব প্রকল্পের মালামাল খালাসে এই বন্দর ব্যবহার করছে সংশ্লিষ্টরা। আধুনিক পদ্ধতিতে দ্রুত সময়ে দক্ষ জনবল দিয়ে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছে ব্যবসায়ীরা।
রবিবার (২২ জানুয়ারী) বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ৩৩৫২ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে পানামা পতাকাবাহী জাহাজ ”এমভি কুই ইয়া শান”। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৭১৬ দশমিক ০২৬ মেট্রিক টন মেশিনারিজ নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে পানামা পতাকাবাহীর ”লিবার্টি হারভেস্ট” নামের আরেকটি জাহাজ। ৩৬৩৩ মেট্রিক টন পণ্য নিয়ে রুশ পতাকাবাহী জাহাজ ”এমভি কামিল্লা” বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করেছে, জাহাজটিতে রয়েছে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মালামাল। জাহাজের শিপিং এজেন্ট হক এন্ড সন্স, ইন্টারপের্ট এবং কনভেয়ার শিপিং লাইন্স এর পক্ষ থেকে জাহাজ ও মালামালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা আরও জানান, কয়েকদিনের মধ্যে জাহাজ থেকে এসব মালামাল খালাসকরে সড়ক ও নৌপথে নির্মাণাধীন প্রকল্প গুলোতে পৌঁছে দেওয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, দক্ষ জনবল দিয়ে আধুনিক পদ্ধতিতে দ্রুত সময়ে এই বন্দর দিয়ে পণ্য খালাস করা হয়। সে কারণে, সংশ্লিষ্টরা এই বন্দর ব্যবহারে আগ্রহ হচ্ছে। মালামাল খালাসের ক্ষেত্রে দেশের নির্মাণাধীন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।