নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
খাগড়াছড়ি পৌরসভার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন ইক্বরা মহিলা মাদরাসা ও হিফজখানার ২০২২ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ হয়েছে।
আজ( ২৩জানুয়ারি) সোমবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর ও ইকরা ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা নুরুল কবির আরমান।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, যাদের ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি কুরআন হিফজ করার জন্য দিয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান।কিয়ামতের ময়দানে হাফিজে কুরআনের পিতা-মাতাদেরকে এমন টুপি পরিধান করাবেন, যার আলো সূর্যের আলো থেকে বেশি আলোকিত হবে।
তাই, ইহকালীন ও পরকালীন জীবনে মুক্তি পেতে হলে কুরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই।
এ সময় ছাত্রীদের অভিভাবক আহমাদ ছফা ,আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ও মাদ্রাসার শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসার হিফজখানার ২০২২ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ২ জন ছাত্রীকে হিফজের ছবক প্রদান করা হয়।