ফুটবল এমনই। আর্সেনালের জয়ের নায়ক হতে পারতেন লিয়ান্দ্রো ত্রসার। কিন্তু শেষ পর্যন্ত লেস্টার সিটির মাঠে গানারদের ১–০ গোলের জয়ে তিনি হয়ে থাকলেন পার্শ্বনায়ক আর নায়ক হয়ে গেলেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লির করা ম্যাচের একমাত্র গোলটি এসেছে ত্রসারের অসাধারণ এক পাস থেকে। সতীর্থকে দিয়ে করানো এ গোলটির আগে ত্রসারের নিজের নামটিই উঠতে পারত স্কোরশিটে। কিন্তু ভিএআরে তাঁর গোলটি বাতিল হয়ে গেছে!