শুভ বসাক, ময়মনসিংহ:
ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এস এম জসিম আহমেদের অবসর-উত্তর ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে শহীদ স্মৃতি সরকারি কলেজ অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরন করেন শিক্ষার্থীবৃন্দ। এরপর বিদায় সংবর্ধিত অতিথি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস. এম. জসিম আহমেদের কর্মজীবন উপস্থাপন করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এস এম আলমাস হোসাইন। আলোচনা সভায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মনি শংকর দেবনাথের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ নূরুল ইসলাম ও প্রভাষক এস.এম. আলমাস হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম জসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ মুহাম্মদ মাহফুজুর বারী,সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবু ফারুক মো: আব্দুল হান্নান, ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন।এছাড়াও কলেজের শিক্ষার্থীদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন অত কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ, রেজাউল করিম জনি, বিশাল দাস, জাকিরুল ইসলাম, ইসরাত জাহান সেতু, উম্মে তাসলিমা সুমি। আলোচনা শেষে বিদায়ী শিক্ষক প্রফেসর এস এম জসিম আহমেদের হাতে কলেজর শিক্ষাক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস , মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ। বিদায় সংবর্ধনায় ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম জসিম আহমেদ জানান, আমার এই শিক্ষকতা জীবনে অনেক ঘটনা আছে। প্রাক্তন শিক্ষার্থীরা যখন কলেজে এসে আমার খোঁজ খবর নেয় তখন আনন্দে মনটা ভরে যায়। ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা পেশায় জড়িত আছেন বলে জানান তিনি। এছাড়াও তাকে আজকে এই সংবর্ধনা দেওয়ায় সকল শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।