মোহাম্মদ ছৈয়দুল আলম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালী প্রধান সড়ক পুইছড়ী- টৈটং সীমান্ত ব্রীজ সংলগ্ন এলাকায় রোববার (ফ্রেবুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হন বাঁশখালী থানার অভিযান। বাঁশখালী থানার এসআই (নিঃ) আজিমুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া বাঁশখালীর পুইছড়ি ইউপিস্থ টৈটং সীমান্ত ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে তাদের গ্রেফতার করেন, এসময় তাদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর হলেন, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড নর মোঃ চৌধুরী বাড়ীর মৃত দুদু মিয়া ও মোস্তফা খাতুনের ছেলে মনির আলম (৩১) এবং আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খাইয়ার বাড়ীর মৃত মনির আহমদ ও ছেনোয়ারা বেগমের ছেলে মোঃ নাছির উদ্দিন (৪৮)
বাঁশখালী থানা সূত্র জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় রোববার (২৬ ফেব্রুয়ারী) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, সারণির ১০(ক), ধারা- ৩৬ (১) এ ৩৪নং মামলা দায়ের করা হয়েছে।