মোঃইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধি
:শিক্ষকদের শুধু শিক্ষক হলে চলবে না আদর্শ শিক্ষক হতে হবে। শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। শুধু সার্টিফিকেট অর্জন নয় সুশিক্ষায় শিক্ষিত হবে। সামাজিক মুল্যবোধ শিক্ষতে হবে। প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ছেলেমেয়েদেরকে ইন্টারনেট, মোবাইল থেকে দুরে রাখতে হবে। কারণ আমরা নেটে সবকিছু ফলো করি কিন্তু কিছু শিখি না সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন শেষে তার নামে নির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ(রাজবাঁধ) এ ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। তিন দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সুরঞ্জন সুতারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বৈরাগীর স্বাগত বক্তব্য ও সহকারী প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়ের পরিচালনায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণটানা অফিসার ইনচার্জ ইমদাদুল হক, ফাদার দম কার্লোরুবিনি, দম প্রেমানন্দ কর্মকার, অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মনোরঞ্জন হালদার, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কালিদাস মল্লিক, হুগলবুনিয়া-হাটাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার রায়, আজীবন দাতা সদস্য ও সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র মল্লিক, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুজয় কান্তি মন্ডল,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পলাশ বিশ্বাস, জাকির লস্কর, বিজলী মন্ডল ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।