এখানেই আমার আনন্দ
রাশেদুজ্জামান সবুজ
এই দেশেই আমার আনন্দ
এই গ্রামেই আমার বসন্ত।
যেথাই আমি খুঁজে পাই
মাটি ও মায়ের গন্ধ।
এখানেই যতো আনন্দ।
সারি সারি ঐ গাছের ডালে
ঝিঙে ফিঙে নাচে তালে তালে।
কোকিলের মধুর কণ্ঠ শুনে
হয়ে যায় হৃদয় শান্ত।
এ পরিবেশেই আমার আনন্দ।
নদী বিলে দেখবে মাছের খেলা
বর্ষার আকাশে মেঘের ভেলা।
ভাটিয়ালি মারফতি গানের সুরে
হৃদয়ে জাগায় ছন্দ।
ইহাতেই আমার আনন্দ।
মাঠে মাঠে আহা ফসলের বান
মৃদু বাতাসে জুড়াই এ প্রাণ
দুপুরে রাখালের বাঁশির সুরে
ভেসে যায় তা দূর বহু দূরে
মনে দেয় এক আবাবিল প্রশান্ত।
এখানেই আমার আদি ও অন্ত
এখানেই আমার সব আনন্দ।
বাগানে বাগানে ফুলের মেলা
ভ্রমরের গুঞ্জনে মন উতালা।
নীরব আকাশে একাকী চাঁদ
ভেঙে দিয়ে সব আলোর বাঁধ
খুঁজে ফেরে সে মাটি মানুষের গন্ধ।
এখানেই আমার সুখ ও দুখ
এখানেই আমার আনন্দ।