তুমি আমার
রাশেদুজ্জামান সবুজ
০৬-০৩-২০২৩
তুমি আমার ভোরের শিশির
চন্দ্রিমা রাতের ঝলমলে আলো।
জোনাকির রং ছড়ানো নিঝুম রাতের মতো
নীরবে ক্লান্ত এ মনে প্রেমেরই ঝড় তোলো।
তুমি আমার ফাগুন মাসের দক্ষিণা হাওয়া
বাগানে ছড়িয়ে থাকা ফুলের সব কলি
গাছে গাছে কৃষ্ণ চূড়ার রঙের বিচ্ছুরণ
কোকিলের গান, মধুময় ফুলের অলি।
তুমি ঈশান কোনে বৈশাখের ঝড়ের দাপট
জৈষ্ঠ্যের খরতাপে বেলাভূমির চিকচিক বালি
আষাঢ়ে মেঘের ডাক, ঝরঝর বাদল দিনমান
আমার কষ্টের নদীতে, ভালবাসার পাল দাও তুলি।
তুমি আমার হেমন্তের মিষ্টি রোদের পরশ
শরতের আকাশে ভাসমান শুভ্র মেঘের খেলা
অবারিত মাঠে ছড়ানো সবুজের সমারোহ
হিমেলে উষ্ণতা, নিঃসঙ্গের সঙ্গী, রই যখন একেলা।