প্রেমের কবিতা—-
‘তুমি আমার আশা’
রাশেদুজ্জামান সবুজ
০৯-০৩-২০২৩
তুমি আমার আশা, আমার ভালবাসা
তুমি ছাড়া চেনা সবি লাগে ধুয়াশা
তুমি আমার আশা, আমার ভালবাসা।
আছো তুমি হৃদয়ে হয়ে চাঁদ তারা
অবিরত যাও বয়ে হয়ে ঝর্ণা ধারা।
বর্ষার আকাশে কালো মেঘ হয়ে
শীতল সলিলে পিপাসার্ত মনকে দাও ভরিয়ে।
তুমি ছাড়া জীবনটা হয় নিরাশা
তুমি আমার আশা আমার ভালবাসা।
ফুল বাগানের ফুলের গন্ধ দিয়ে ছড়িয়ে
বাঁকা ঠোঁটের চাঁদের হাসি মনকে দেয় রাঙিয়ে।
ভোরের শিশির হয়ে তুমি নিজেরে সাজিয়ে
পাখি হয়ে প্রেমেরি গান যাও শুনিয়ে।
তুমি ছাড়া কোন কিছুতে ধরেনা নেশা।
তুমি আমার আশা আমার ভালবাসা।
তুমি আমার আশা, আমার ভালবাসা
তুমি ছাড়া চেনা সবি লাগে ধুঁয়াশা
তুমি আমার আশা, আমার ভালবাসা।