একটি ভাষণ ও কবিতা
রাশেদুজ্জামান সবুজ
১০-০৩-২০২৩
আমি একটি ভাষণের কথা বলবো
সেই ভাষণের বিশেষ আকর্ষণের কথা তুলে ধরবো।
ভাষণের প্রতিটি কথা যেন যুক্তি ও মুক্তির মালা
কবিতার ছন্দ হয়ে কোটি মানুষের মনে দেয় দুলা ।
১৯৭১ সালের ৭ই মার্চ দিনটি ছিল রবিবার
হাজির হয়েছিল সবাই শুধু একটি কথা শুনিবার
শোষণ থেকে কবে পাবে মুক্তির অধিকার।
ক্লান্ত দুপুর, বিষন্ন আকাশ, ময়দানে লাখো মানুষের সমাবেশ
হৃদয়ে নেই সুখ, না পাওয়ার বেদোনায়
শতো কষ্টের আবেশ।
সমাবেশে সবারই অপেক্ষা তারই প্রতীক্ষায়
তিনি আসবেন শুনাবেন আশার কথা
আর নয় জুলুম, অত্যাচার, নির্যাতন
অসহ্য যন্ত্রণা যা ছিল হৃদয়ে গাঁথা।
অবশেষে রাজার বেশে মাথা উচু করে
মানুষের মুক্তির জন্য শুধালেন কবিতার পংতি
বজ্র কণ্ঠে জানালেন তাঁরই মনের আকুতি।
কবিতায় তুলে ধরলেন তাঁরই কষ্টের অনুভূতি
দেখালেন মানুষের জন্য অপূর্ব সহানুভূতি।
মানুষ কে মুক্ত করার আপ্রাণ চেষ্টা ও সংহতি
স্মরণ করালেন বাংলার মানুষের উপর
জুলুম অত্যাচারের দীর্ঘ ইতিহাস।
ঘোষণা দিলেন অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের আভাস।