আতিকুর রহমান রিয়াজ স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজে গত সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল ও নতুন একাডেমি ভবনের উদ্ভোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও নতুন একাডেমি ভবনের উদ্ভোধন করেন চট্টগ্রাম ৪ আসন এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম দিদার। অনুষ্ঠানে উক্ত কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও দুই শিক্ষক এর বিদায় সংবর্ধনা এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গর্ভনিং বডির সভাপতি শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক রওশন আক্তার ও প্রভাষক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় স্মরণী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসহাক মিঞা। আহবায়ক এ এইচ এম রফিকুল ইসলাম হাসানি। দাতা সদস্য ইঞ্জিনিয়ার শফিউল আলম। মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ফরিদুল আলম, খালেদ উদ্দিন ঈশা, কাজী জাহাঙ্গীর খালেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু। আলহাজ্ব মোহাম্মদ আজম, রবি চন্দ্র দাস। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, এইচ এম আনোয়ারুল আজিজ সহ ইউপি সদস্য, কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।