বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ভ্যান চালক টুটুল ওরফে জুমো ফকিরের (৩৪) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কোরিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা শেখ তৌফিক ইমন।
অসহায় দরিদ্র ভ্যানচালক টুটুল ফকির বাগেরহাট জেলা সদরের রহিমাবাদ গ্রামের খোকন ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত ওরাল ক্যান্সারে ভুগতেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সেফ দা ফিউচার ফাউন্ডেশন এর উপদেষ্টা অ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক ফকির শহিদুল ইসলাম লিটু, প্রচার সম্পাদক তাজমহনি হাওলাদার, স্থানীয় আইয়ুব আলী, শেখ সিরাজুল ইসলাম।
দুই সন্তান ও গর্ভধারিনী মাকে নিয়ে টুটুল ফকিরের পরিবার। এক টুকরা জমির উপর নির্মিত ঘরখানা বসবাসের অনুপোযোগী হয়ে রয়েছে। যাত্রাপুর আশ্রয়ন প্রকল্পে তার বসবাস। চিকিৎসা ব্যয় মিটানোর ক্ষমতা নেই তার। অন্যের সহায়তায় দিনে একবার খেয়ে বেঁচে আছে এই পরিবারটি।
খবর শুনে মানবিক ও সামাজিক সংগঠন সেভ দা ফিউচার ফাউন্ডেশন এর মাধ্যমে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসার জন্য নগদ অর্থ পাঠিয়েছেন সুদূর কোরিয়া থেকে শেখ তৌফিক ইমন। তৌফিক ইমন দীর্ঘদিন যাবত এলাকার অসহায় মানুষের পাশে শীতবস্ত্র, খাবার, চিকিৎসা খরচ, পড়াশোনার সহায়তা সহ এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান করে আসছেন।