মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ফ্রি চক্ষু ক্যাম্প লতা ইউনিয়নের দেড় কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন-এমপি বাবু হরিপুরে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক জামালপুরে শ্রেষ্ঠ ইমামের তালিকায় ডাংধরার শামছুল আলম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুজিব বর্ষের জমি ও ঘর হস্তান্তর নিয়ে প্রশাসনের মতবিনিময় ফকিরহাটে নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন আমেরিকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সন্দীপ,রানার্সআপ চাটখিলের কড়িহাটি

পাবলিক টয়লেটের দুর্গন্ধে অতিষ্ট ব্যবসায়ী ও এতিমখানার শিক্ষার্থীরা

সকালের কন্ঠ
  • আপডেটের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩৩ Time View

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি ::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার শিবদিঘী ঐতিহ্যবাহী আমদানি রপ্তানির কাঁচা বাজার,এখানে নেই স্বাস্থ্য সম্মত শৌচাগার। স্থানীয় সূত্রে জানা যায়, এই বাজারটি পূর্ণ সংস্কারের পর ২০০৯ সালে মেয়র মোখলেসুর রহমানের তত্ত্বাবধানে জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত করেন এই পাবলিক টয়লেট টি,
তারপর থেকে হাট ইজারা সাথে সাথে প্রতিবছর এ টয়লেট টিরও ইজারা সম্পূর্ণ হয়।

কিন্তু সব ঠিকঠাক চললেও। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত নির্মানাধীন টয়লেট টি সংষ্কারের অভাবে এখন জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।

এই সংষ্কারহীন পাবলিক টয়লেটের কারণে যে সকল সমস্যার সৃষ্টি হয়েছে :

১.এতিমখানা ও লীল্লাহ বোডিং এর শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

২.পাশে থাকা মসজিদে সলাত আদায় করিতে আসা মুসল্লীদের ভোগান্তি।

৩.বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচামাল ব্যবসায়ী দের শৌচাগার ব্যবহারে সমস্যা।

৪.ভেসে আসা দুর্গন্ধে স্থানীয় দোকানদারা বিপাকে।

শৌচাগারের দক্ষিণে থাকা শিবদিঘী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর মুহতামিম হাফেজ মো: মাজেদুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসার ১শতাধিক শিক্ষার্থীদের পড়াশোনা, খাওয়া-দাওয়া, ঘুমানো, সবকিছু তে ভোগান্তির সৃষ্টি করছে টয়লেট থেকে ভেসে আসা দুর্গন্ধ,

উত্তরে থাকা মাছ বাজার, সেলুন ও সংগঠিত কাঁচা বাজারের দোকানদারেরাও রয়েছে দূর্গন্ধ ভোগান্তিতে।

মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে যাওয়া কয়েকজন মুসল্লি দের দেখা যায় নাক-মুখ চেপে ধরে টয়লেটের দুর্গন্ধ থেকে বাঁচতে তাড়াহুড়ো করে হেঁটে যেতে।

জনসাধারণের দাবি এটি ভেঙে নতুন করে টয়লেট দেয়া হোক।

এবিষয়ে কাঁচা বাজার ইজারাদার হেদায়েতুল্লাহ, এ প্রতিবেদকে জানায়, এ-ই টয়লেট টি অকেজো হয়ে গেছে দূর-দুর্দান্ত থেকে আসা কাঁচামাল ব্যবসায়ী দের সমস্যা হচ্ছে, এটি নতুন ভাবে তৈরী করলে ভালো হবে।

উক্ত বিষয়ে জানতে চাইলে -পৌর মেয়র মো: মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন বর্তমানে আমাদের পৌরসভার বাজেট সরকারি ভাবে বন্ধ আছে, বাজেট বরাদ্দ শুরু হলে, এটি ভেঙে নতুন করা হবে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
  • © All rights reserved shokalerkatho© 2023
Powered Sokaler Kontho
themesba-lates1749691102