রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার পবনতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। (১৫ মার্চ ২০২৩) বুধবার পবনতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্ত্বরে দুপুর ১২.০০ টায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পবনতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ শওকত আলী’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুদ্দীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়েরা খাতুন, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ বেলাল উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আনোয়ার হোসেন, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মোসাঃ আউলিয়া খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় সুধীজন ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।