মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ফ্রি চক্ষু ক্যাম্প লতা ইউনিয়নের দেড় কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন-এমপি বাবু হরিপুরে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক জামালপুরে শ্রেষ্ঠ ইমামের তালিকায় ডাংধরার শামছুল আলম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুজিব বর্ষের জমি ও ঘর হস্তান্তর নিয়ে প্রশাসনের মতবিনিময় ফকিরহাটে নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন আমেরিকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সন্দীপ,রানার্সআপ চাটখিলের কড়িহাটি

জামালপুরে শ্রেষ্ঠ ইমামের তালিকায় ডাংধরার শামছুল আলম

সকালের কন্ঠ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৬৭ Time View

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরে শ্রেষ্ঠ ইমামের তালিকায় এবার ডাংধরার কৃতি সন্তান মাও: শামছুল আলম। ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন/২০২৩ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩খ্রি. জামালপুর মডেল মসজিদের এই সেমিনারের আগে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের প্রশিক্ষণলব্দ জ্ঞানের আলোকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করেন। ২০২২-২৩ অর্থ বছরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ১নং ডাংধরা ইউনিয়নের কবিরপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ শামছুল আলম শ্রেষ্ঠ ইমামের তালিকায় প্রথম স্থান অধিকার করেন। জেলা সদর সহ সাতটি উপজেলার প্রায় অর্ধ সহস্রাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জামালপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, আলোচনা করেন, জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি, আলহাজ্ব মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, মাওঃ মাসুদ, হারুন রশীদ প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমদ, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো: আরিফুল হক মৃদুল। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক মতবিনিময় সভায় বক্তাগণ বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তৃতা রাখেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
  • © All rights reserved shokalerkatho© 2023
Powered Sokaler Kontho
themesba-lates1749691102