মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ফ্রি চক্ষু ক্যাম্প লতা ইউনিয়নের দেড় কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন-এমপি বাবু হরিপুরে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক জামালপুরে শ্রেষ্ঠ ইমামের তালিকায় ডাংধরার শামছুল আলম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুজিব বর্ষের জমি ও ঘর হস্তান্তর নিয়ে প্রশাসনের মতবিনিময় ফকিরহাটে নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন আমেরিকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সন্দীপ,রানার্সআপ চাটখিলের কড়িহাটি

ইউরোপের আস্থাভাজন, জনপ্রিয় সাংবাদিক সংগঠক বকুল খান

সকালের কন্ঠ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
স্পেন প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখ, হাসি কান্নার এবং মূল ধারার রাজনীতির খবর তুলে ধরে বকুল খান ইতিমধ্যেই একজন আস্থাভাজন সাংবাদিকের খ্যাতি অর্জন করেছেন। একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বকুল খান স্পেন প্রবাসী বাংলাদেশীদের কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় হয়েছেন অনেক আগেই। তাঁর অমায়িক ব্যবহার, আন্তরিকতা, কথার মাধুর্যতা সর্বোপরি ব্যক্তিত্ব যে কাউকেই প্রথম পরিচয়ই আকৃষ্ট করে। আঞ্চলিক বিভাজন, দ্বন্দ্ব কোন্দল সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কমিউনিটির সকল মানুষের সাথে রয়েছেন নিবিড় যোগাযোগ, যে কারণে মাদ্রিদ, বার্সেলোনা সহ অন্যান্য শহরে কমিউটির নেতৃবৃন্দের সাথে একজন কমিউনিটি বান্ধব সাংবাদিক হিসেবে পরিচিত তিঁনি। সহজ সরল চিন্তা চেতনা,‌দায়িত্ব কর্তব্যের প্রতি একনিষ্ঠ, একাগ্রতায় সংগঠনের যেকোনো ইভেন্ট পরিচালনায় বকুল খান একজন ডায়নামিক সংগঠক। যাঁর স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সফল সম্মেলন সম্পন্ন করে।

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ডিবিসির প্রতিনিধি বকুল খান লন্ডন থেকে সম্প্রচারিত আইঅন টেলিভিশনের স্পেন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন শুরু থেকেই। বর্তমানে আই অন টিভি কর্তৃপক্ষ বকুল খানকে ইউরোপের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন। চ্যানেল ইউরোপের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সম্পৃক্ত আছেন |
আইঅন টিভিতে তিনি “ইউরোপের কথা” নামের টকশো’র হোস্টের দায়িত্বও পালন করছেন। এর আগে তিনি স্পেন থেকে চ্যানেল আই এর প্রতিনিধিত্ব করেছেন।
ইউরোপে সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বকুল খান। নির্বাচিত হয়েছেন পর পর দুইবার হয়েছেন বিশ্বস্ত সংগঠনের সদস্যদের বিশ্বস্ত|আন্তরিক, সুনিপুনভাবে প্রত্যেকটি সাংবাদিক পরিবারকে এক প্ল্যাটফর্মে ধরে রাখতে তার চৌকোষ, কারিশমাটিক সাংগঠনিক তৎপরতা তার নামকেই ব্র্যান্ডিং করে তুলেছে।

বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন এর সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বকুল খান যেমন দায়িত্ব পালন করছেন, তেমনি তিনি ইউরৈপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ সমূহে কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করছেন।

বকুল খান ১৯৭৮ইংরেজির ১৫ মার্চ সিলেটে জন্ম গ্রহন করেন। যদিও কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে তাঁর পৈত্রিক নিবাস। বাবা এরশাদ খান চাকরীর সুবাদে সিলেটে পরিবার নিয়ে থাকতেন|বকুল খানের জন্ম সিলেটের চৌহাট্রায়। মূলত বকুল খানদের আদি বাড়ি কুলাউড়া হাজীপুর ইউনিয়নের বাসুরী গ্রামে ইঞ্জিনিয়ার ইয়াকুব খানের বাড়ি‌ (খাঁ বাড়ি নামের পরিচিত )।

বকুল খান সিলেট দরগা গেইট প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, দি এইডেড হাই স্কুল থেকে থেকে মাধ্যমিক এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহন করেন।বাংলাদেশের সাংবাদিকতার উপরে বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

বকুল ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও আর্থ সামাজিক উন্নয়নে সোচ্চার ছিলেন। ছোটকাল থেকেই লেখালেখি এবং সামাজিক সংগঠন এর সাথে জড়িত ছিলেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালীন জালালাবাদ বিপ্লবী পরিষদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক এবং সিলেট নিলয় সমাজকল্যাণ সংস্থার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক এবং ১৯৯৯ সালে সিলেট কল্যাণ সংস্থার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

জনাব বকুল খেলাধুলার প্রতিও যথেষ্ঠ আগ্রহী ছিলেন।‌খুব ভালো টেবিল টেনিস খেলতেন। ২০০৩ সালে কুলাউড়া টেবিল টেনিস প্লেয়ার্স এসোসিয়েশন গঠন করেন এবং তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

১৯৯৬ ও ১৯৯৭ সালে তিনি দৈনিক যুগভেরী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সিলেটবানী সাহিত্য পাতা তারুণ্যের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তাছাড়া ১৯৯৯ সালে কুলাউড়ার জনপ্রিয় সাপ্তাহিক মানব ঠিকানার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে যোগদান করেন পরে স্টাফ রিপোর্টার এবং পরবর্তীতে সিনিয়র রিপোর্টার হিসেবে প্রবাস যাত্রার পূর্ব পর্যন্ত ঠিকানায় কর্মরত ছিলেন।‌‌ ২০০১-২০০৫ মেয়াদে তিনি কুলাউড়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে প্রথমে ইংল্যান্ড হয়ে ফ্রান্স অতঃপর স্পেনের মাদ্রিদ শহরে স্থায়ীভাবে বসবাস করছেন স্ব-পরিবারে।

২০০৫ সালে লন্ডনস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাহী সদস্য পরে আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
২০১১ সালে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন মাদ্রিদ স্পেন এর আহবায়ক ও পরবর্তীতে প্রধান উপদেষ্টা ছিলেন। তাছাড়া গ্রেটার সিলেট এসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছেন।

বকুল খান টেলিভিশন সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের জাতীয় জনপ্রিয় মানবজমিন, দৈনিক প্রথম আলো, যুগান্তর,‌ মানবকন্ঠ, সংবাদ প্রতিদিন সহ অনেক পত্রিকায় লিখে যাচ্ছেন। তাঁর লিখনীতে সমৃদ্ধ হচ্ছে প্রবাসে সাংবাদিকতা এবং ঐকান্তিকতায় একীভূত হচ্ছে বাংলা ভাষী প্রবাসীরা।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
  • © All rights reserved shokalerkatho© 2023
Powered Sokaler Kontho
themesba-lates1749691102