
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক বীমা, এনজিও সংস্থা, রাজনৈতিক সংগঠন দিবসটি পালন করে। শুক্রবার দিবসটি পালনে উপজেলা পরিষদ চত্বরে শিশুদের মিলন মেলায় পরিনত হয়েছিল। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কেক কাটা। উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, সহ-সভাপতি সফিউল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, অফিসার ইনচর্জ কে এম আজমিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কাওছার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন। পরে শিশুদের মাধ্যমে কেক কাটা হয়। এর আগে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয় দিবসটি পালনে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।