মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে চাটখিল প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল দক্ষিণ বাজারে ১৭-ই মার্চ শুক্রবার বিকেল ৪ টায়,চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মামুন হোসেনের সঞ্চালনায় চাটখিল প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন, চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলম,সাংবাদিক ফোরাম সেক্রেটারি ফারুক সিদ্দিকী ফরহাদ।
আরো উপস্থিত ছিলেন,সহকারী অধ্যাপক চাটখিল মহিলা ডিগ্রি কলেজ জাহাঙ্গীর আলম,শিক্ষক মহি উদ্দিন বাবু,দৈনিক কাল বেলার প্রতিনিধি আবুল কালাম আযাদ,দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন সজীব,অর্থ সম্পাদক চাটখিল উপজেলা প্রেসক্লাব সাইফুল ইসলাম রিয়াদ,সাংবাদিক আব্দুল মোতালেব প্রমুখ।