মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ফ্রি চক্ষু ক্যাম্প লতা ইউনিয়নের দেড় কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন-এমপি বাবু হরিপুরে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক জামালপুরে শ্রেষ্ঠ ইমামের তালিকায় ডাংধরার শামছুল আলম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুজিব বর্ষের জমি ও ঘর হস্তান্তর নিয়ে প্রশাসনের মতবিনিময় ফকিরহাটে নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন আমেরিকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সন্দীপ,রানার্সআপ চাটখিলের কড়িহাটি

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত

সকালের কন্ঠ
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৭ Time View
শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা।
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নএ বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন” শ্লোগান কে বুকে ধারণ করে ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,  আলোচনা সভা, কেককাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে দিবস টির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ওসি মোঃ জিয়াউর রহমান, তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার,
অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম  সরকারি কর্মকর্তা যথাক্রমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বিষ্ণুপদ বিশ্বাস, শেখ শাহজাহান আলী, মোঃ মনিরুজ্জামান, সরদার আলী আহসান, মৃদুল কান্তি দাশ, মোছাঃ মৌলুদা খাতুন, প্রেমানন্দ রায়, বিপ্লব কান্তি বৈদ্য, ঈমান উদ্দীন, জয়ন্ত ঘোষ, হাসিবুর রহমান, মোঃ জাকারিয়া, রাজীবুল হাসান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও খালেকুজ্জামান, দেবাশীষ দাশ, আলতাফ হোসেন, বাবলুর রহমান, ময়নুল ইসলাম, সাংবাদিক আঃ আজিজ, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উক্ত কর্মসূচি আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. সোহবার আলী সানা। বক্তৃতা করেন, উপজেলা সহ সভাপতি সমীরণ সাধু, শেখ কমরুল ইসলাম টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আওয়ামীলীগনেতা রশীদুজ্জান মোড়ল, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, আনিসুর রহমান মুক্ত প্রমুখ। অপরদিকে
পৌরসভায় দিবস টির তাৎপর্য তুলে ধরে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে উপরোক্ত কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, তৈয়েবুর রহমান ও কবিতা রানী দাশ,
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার,  মৃনাল সানা, উত্তম ঘোষ সহ পৌর কর্মচারী বৃন্দ।
অন্যদিকে, দেলুটিতে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এর সভাপতিত্বে সকল ইউপি সদস্য, পরিষদ বর্গ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে দিবস টি উদযাপন হয়।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
  • © All rights reserved shokalerkatho© 2023
Powered Sokaler Kontho
themesba-lates1749691102