কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলাপোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোংলা সরকারি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা, জনপ্রিয় শ্রমিক নেতা আব্দুল বাতেনের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিগত সংসদ নির্বাচনে বাগেরহাট -৩ (রামপাল মংলা ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার (১৮মার্চ ) সকালে এক বার্তার মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।
প্রেরিত বার্তায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা বন্দরের উন্নয়নে এবং শ্রমিক সংশ্লিষ্ঠ সকল ক্ষেত্রে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। অসংখ্য স্কুল কলেজ প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। রাজনৈতিক ভাবেও একজন সফল রাজনীতিবিদ শহীদ আব্দুল বাতেন। তিনি বাগেরহাট জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি ও মংলা পৌর বিএনপির সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বাগেরহাটে বিশেষ করে মোংলায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়েছে। দল হারিয়েছে এই অঞ্চলের একজন অভিভাবক।
উল্ল্যেখ্য ২০০৪ সালের ১৮ মার্চ সন্ধ্যায় বিএনপি নেতা আব্দুল বাতেন তার নিজ বাস ভবনের সামনে আততায়ীর গুলিতে নিহত হন