কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রাম থেকে রাতের আঁধারে চুরি হওয়া তিন মাস বয়সী শিশু সাজীদ ফরাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে খুলনা নগরীরর মিয়াপাড়া এলাকার দারুল উলুম মসজিদের সিঁড়িতে রাখা একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। খুলনা সদর থানা পুলিশ শিশুটিকে তার বাবা মায়ের বুকে তুলে দিয়েছে। তবে চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার ভোর রাতে বাবা মায়ের কোল থেকে চুরি হয় শিশু সাজীদ। ঘুম থেকে জেগে আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তি তাদের শিশু সন্তানকে দেখতে না পেয়ে খুজাখুজি শুরু করে। তারা দাবী করেন তাদের সন্তান চুরি হয়েছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই বাড়িতে এসে সন্তান চুরির বিষয়টি নিশ্চিত হয়ে উদ্ধার অভিযানে নামেন তারা। শিশুটিকে ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী। তবে জড়িতদের শনাক্ত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রাম থেকে রাতের আঁধারে চুরি হওয়া তিন মাস বয়সী শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে গেছে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার বাবা মায়ের কোলে তুলে দিয়েছে। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।