ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কৃতি সন্তান শাখাওয়াত হোসাইন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার ১৮ই মার্চ ২০২৩ বলরামেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জে কে। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আফজালুল মুজিব (শামুন)। শাখাওয়াত হোসাইন এর সার্বিক সহযোগিতায়, চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল, জামালপুর।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, এলাকায় বহু চেয়ারম্যান আসছে, অনেক বিত্তশালী আছে, কিন্তু এমন উদ্যোগ কেও নেয়নি। শাখওয়াত হোসাইনের এমন উদ্যোগে অনেক গরিব মানুষ ফ্রি চিকিৎসা পাবে।
সভাপতির বক্তব্যে বলেন, এই রকম ভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে দেশে সাধারণ মানুষের অনেক উপকার হবে।
শাখাওয়াত হোসাইন বলেন, আমি কোন জন প্রতিনিধি না আর হতেও চাইনা। আমি চাই যাতে কেও টাকার অভাবে অন্ধ না হয় তাই আমি এমন উদ্যোগ নিয়েছি। এই ক্যাম্পের মাধ্যমে গরিব মানুষের জন্য ফ্রি চক্ষু দেখানো ও ছানি অপারেশন এর ব্যাবস্থা করা হয়। প্রায় তিন শত রুগী এক দিনে তাদের চোখের চিকিৎসা নিতে পেরেছে বলে জানা গেছে।